ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সৃষ্ট জনবিক্ষোভ ও গণপ্রতিরোধে পুলিশ ও ক্ষমতাসীনদের হাতে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে কাল শনিবার সারাদেশে বিক্ষোভ এবং পরদিন রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলামী বাংলাদেশ।
শুক্রবার রাত ৮টায় রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এই ঘোষণা দিয়েছেন।
আবদুর রব ইউসুফী বলেন, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর পক্ষে আমি এই কর্মসূচি ঘোষণা করছি।
নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সৃষ্ট জনবিক্ষোভ ও গণপ্রতিরোধে পুলিশ ও ক্ষমতাসীনদের হাতে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ জনগণ নিহত হওয়ার প্রতিবাদে আজ শনিবার বেলা এগারোটায় বিক্ষোভ মিছিলের ঘোষণা সাবেক ঢাকসুর ভিপি নূরুল হক নুরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদ
একই ইস্যুতে আজ বিকালে বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দলোন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম। এবং রবিবার হেফাজতের ঢাকা সকাল সন্ধা হরতালের ও সমর্থন দিয়েছে ইসলামী আন্দলোন বাংলাদেশ।