Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭

পশ্চিম সুলাওয়েশির বিধ্বস্ত গভর্নর ভবন

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভূমিকম্পে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাজনে শহর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূস্থল থেকে ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে, শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মাজনে শহরে ৬ শতাধিক মানুষ আহত হয়েছেন। পার্শ্ববর্তী প্রদেশ মামুজুতেও হতাহতের খবর পাওয়া গেছে।

দেশটির গণমাধ্যগুলো বলছে, শুক্রবার ভোরে শহর কেঁপে উঠলে ঘর থেকে বেরিয়ে আসে মানুষ। আতঙ্কে ছোটাছুটি করতে দেখা যায় অনেককে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৭ সেকেন্ড। ৬০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত সুনামির সংকেত দেখায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা রয়র্টাসের খবরে জানা গেছে, ভূমিকম্পের আঘাতে বিভিন্নস্থানে ধ্বংস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। বৃহস্পতিবারও একই প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ২৪ ঘণ্টার ব্যবধানে দু’দফা ভূমিকম্পে বিভিন্ন স্থানে ভূমিধসও দেখা দিয়েছে। বেশকিছু জায়গায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।

Exit mobile version