Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

ইমরান খানের বিরুদ্ধে জিহাদের ডাক

সাকুল্যে ক্ষমতায় এসেছেন আড়াই বছর। এর মধ্যেই ক্ষমতা ছাড়ার চাপে কোণঠাসা হয়ে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখিয়ে চলেছে ১১ দলের বিরোধী জোট। এর আগে ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনীর ‘চাকর’ বলে কটাক্ষ করছিলেন বিরোধী নেতারা।

এবার বিরোধী জোটের প্রধান মৌলানা ফজলুর রহমান ইমরানের বিরুদ্ধে তাদের আন্দোলনকে ‘জিহাদ’ আখ্যা দিলেন। খাইবার পাখতুনখাওয়ার মালাকান্দে এক জনসভায় তিনি পাকিস্তানি জনতাকে তাদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি জিহাদের ডাক দিয়ে বলেন, যতদিন শাসক দল গরিবদের ওপর অত্যাচার চালাবে ততদিন এই জিহাদ চলবে। ইমরানের অপসারণের জন্য দেশ যে কোনো রকম আত্মত্যাগ করতে রাজি বলেও ওই সভায় দাবি করেন ফজলুর রহমান।

জেনারেন জিয়াউল হক ও জেনারেল পারভেজদের আমলের সঙ্গে ইমরান সরকারের তুলনা করে ক্ষোভ উগরে ফজলুর রহমান বলেন, এই মুহূর্তে পাকিস্তানে কোনো গণতন্ত্র নেই। সংবিধানের অসম্মান করে দেশবাসীকে প্রতারিত করে চলেছে সরকার।

Exit mobile version