Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

একটি বৃক্ষ, একটি গল্প; গাছ লাগান,পরিবেশ বাঁচান

একটি বৃক্ষ,একটি গল্প; গাছ লাগান,পরিবেশ বাঁচান।

লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়

আজ (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে পরিবেশ কথন শীর্ষক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বেলা বারটায় জাতীয় পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তিক সংগঠন ‘সবুজ বাংলাদেশে’র আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বক্তরা বলেন, একটি বৃক্ষ, একটি গল্প; গাছ লাগান,পরিবেশ বাঁচান।

সংগঠনটির সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ইয়ুথ লীডারশীপ এর সভাপতি নেয়ামত উল্লাহ, সংগঠনের সহ-সভাপতি এ কে এম মাহবুবুর রশিদ প্রমুখ।

সভায় বক্তারা সুন্দর পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধ, নদ-নদী দখল দূষণমুক্ত রাখা, প্লাষ্টিক পণ্য পরিহারসহ পরিবেশ সচেতনতার উপর গুরুত্বারোপর করেন। বক্তারা বলেন, বেশি বেশি গাছ লাগাতে হবে, আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। একই সঙ্গে আগামী প্রজম্মের জন্য একটি উন্নত ও সুন্দর পরিবেশ উপহার দেওয়ার আহবান জানান। পরে পথচারীদের মাঝে বিভিন্ন বনজ ও ফলজ গাছের শতাধিক চারা বিতরণ করেন অতিথিরা।

Exit mobile version