Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন আফ্রিকান এক নারী

মরক্কোর হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে হালিমা সিসে।

পশ্চিম আফ্রিকার দেশ মালির এক নারী মরক্কোর একটি হাসপাতালে একসঙ্গে নয় সন্তানের জন্ম দিয়েছেন। নারীর বয়স ২৫ বছর। গত মঙ্গলবার (৫ মে) জন্ম নেওয়া সেসব নবজাতক ও তাদের মা এখন সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছে মালির সরকারি কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপির।

জন্ম নেওয়া নয়টি শিশুর মধ্যে পাঁচটি মেয়ে ও চারটি ছেলে। জানা যায় ওই নারীর নাম হালিমা। অবশ্য গর্ভধারণের পর মরক্কো ও মালিতে করা আলট্রাসনোগ্রামে দেখা যায় তার পেটে সাতটি সন্তান রয়েছে। তবে প্রকৃতপক্ষে তিনি নয় সন্তানের জন্ম দিয়েছেন।

গত মার্চে প্রথমবার মালির চিকিৎসকরা হালিমার বিষয়টি জানতে পারেন। এরপর তারা জানান, হালিমার গর্ভে একাধিক সন্তান থাকায় সন্তানদের সুস্থভাবে পৃথিবীতে আনতে তার বিশেষায়িত সেবা দরকার। পরে উন্নত সেবার জন্য দেশটির কর্তৃপক্ষ তাকে মরক্কো পাঠায়।

একসঙ্গে নয়টি সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি ইতিহাসে বিরল এবং দুর্লভ। ফলে হালিমার ওই সন্তান জন্ম দেওয়ার খবর মালিজুড়ে ব্যাপক আলোড়ন ফেলেছে। শুধু জনমনে নয় বিষয়টি দেশটির নেতাদেও নজরেও আসে।

বার্তা সংস্থা এএফপিকে মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবি বলেছেন, ‌‘ওই মা ও তার সন্তানেরা এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে। সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ায় মায়ের সুস্থ হতে কিছু সময় লাগবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে।’

তবে দেশের একটি হাসপাতালে একসঙ্গে এত সন্তান জন্ম দেওয়ার মতো বিরল একটি ঘটনা ঘটলে সে সম্পর্কে মরক্কোর সরকার কিছু জানে না বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রশিদ কৌধারি।

Exit mobile version