Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

কবে শুরু হচ্ছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি প্রক্রিয়া জেনে নিন

সাত কলেজের পরীক্ষা

লোগো

আগামী জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স) ভর্তির আবেদন প্রক্রিয়া। তবে কবে নাগাদ আবেদন শুরু হতে পারে সেই তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

আজ সোমবার (১৪ জুন) সাত কলেজের প্রধান সমন্বয়কের সঙ্গে কলেজ অধ্যক্ষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

আরো পড়ুন: র‌্যাঙ্কিং নয়, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দিচ্ছি: ভিসি

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এর সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চাচ্ছি পরীক্ষা কার্যক্রম শুরু করতে। ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ চলছে। আশা করছি খুব দ্রুতই নির্দিষ্ট তারিখ এবং বিস্তারিত নোটিশ আকারে জানতে পারবো।

করোনাকালীন সময়ে ভর্তি পরীক্ষা কার্যক্রম কিভাবে হবে? তা জানতে চাইলে তিনি বলেন, আপাতত ভর্তি আবেদন প্রক্রিয়া জুলাই মাসে শুরু হবে। তবে করোনা পরিস্থিতির উপর ভিত্তি করে পরবর্তীতে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

Exit mobile version