Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

গণবিজ্ঞপ্তি প্রকাশে মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রবিবার (১৪ মার্চ) এই অনুমতি দেয়া হয়েছে।

রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন। তিনি বলেন, আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিলাম। তারা আমাদের অনুমতি দিয়েছে। খুব দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ জোরেশোরে চলছে। তবে আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য একটু সময় নিতে চাই। আমরা সম্পূর্ণ কাজ নির্ভুলভাবে করতে চাই। সেজন্য আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংশোধিত তালিকা পাঠাতে বলেছি। এই কাজ তদারকির জন্য জেলা শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।

Exit mobile version