Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

পরিস্থিতি স্বাভাবিক হলে সবগুলো শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি: চেয়ারম্যান

সরকারি চাকরি

দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সবগুলো শূণ্য পদে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, মহামারির কারণে কারও সময় নষ্ট হচ্ছে না। আমরা হিসাব করে, যথাসময়ে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে সবাই আবেদন করতে পারে। পরীক্ষা না নিতে পারলেও যাদের আবেদনের যোগ্যতা আছে তারা এই সময়ে আবেদন করে রেখেছে।

এদিকে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেড় বছরের বেশি সময় নষ্ট হওয়ায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানোর দাবিতে শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জনসমাবেশ করেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চাকরিপ্রার্থীরা। কর্মসূচিতে তারা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার দাবি জানান।

চাকরিপ্রার্থীদের উদ্দেশে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে যতগুলো পদ শূন্য ছিল, সবগুলোতে নিয়োগ দেওয়া হবে।’

তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাচ্ছি। নিয়োগ পাওয়ার পর গত আট মাসে আমি যতটা সম্ভব নিয়োগের সুপারিশ করেছি। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি নিয়েছি, ৪২তম স্পেশাল বিসিএসের ভাইভা চলছে। প্রতিদিন ২২০ জনের ভাইভা নেওয়া হচ্ছে। রিস্ক নিয়ে এসব কাজ করতে হচ্ছে। এনিয়ে নানা সমালোচনা হুমকি-ধমকিও আসছে।

Exit mobile version