হত্যাচেষ্টা, অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর মামুনুর রশীদ রিমান্ড তার বিরুদ্ধে রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত এ সময় স্বর্ণার মা আশরাফি আক্তার শেলী এবং ছেলে আন্নাফি ইউসুফ ওরফে আনানের রিমান্ড আবেদন নাকচ করেন।
আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক দুলাল হোসেন আসামিদের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
গত ১১ মার্চ স্বর্ণার স্বামী সৌদি প্রবাসী কামরুল হাসানের করা মামলায় লালমাটিয়া ডি ব্লকের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তারা কারাগারে আছেন।