যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস এ বছরের অনূর্ধ্ব-৩০ ক্যাটাগরিতে এশিয়া অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করেছে। সোমবার (১৯ এপ্রিল) ফোর্বস তার ষষ্ঠ বার্ষিক ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ তালিকা ঘোষণা করে।
তালিকায় এ বছর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ৯ বাংলাদেশি। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৯ জন বাংলাদেশি তাদের অসামান্য কাজের জন্য এই তালিকায় যুক্ত হয়েছেন। ২০১১ সাল থেকে এই তালিকা করছে ফোর্বস।
প্রযুক্তি উদ্যোক্তা, খুচরা ও ই-বাণিজ্যে এবং সামাজিক প্রভাব- এ তিনটি শ্রেণিতে বাংলাদেশি তরুণ উদ্যোক্তারা স্থান করে নিয়েছেন।
তালিকায় থাকা বাংলাদেশিরা হলেন, শেহজাদ নূর তাওস (২৪), মোতাসিম বীর রহমান (২৬), মীর সাকিব (২৮), শোমী হাসান চৌধুরী (২৬), রিজভি আরেফিন (২৬), ইমতিয়াজ জামি (২৭), রিজভানা হৃদিতা (২৮), মো. জাহিন রোহান রাজীন (২২) ও মোরিন তালুকদার (২৭)।
২০১১ সাল থেকে এই তালিকা প্রকাশ করছে ফোর্বস। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৯ জন বাংলাদেশি তাদের অসামান্য কাজের জন্য এই তালিকায় যুক্ত হয়েছেন। এবার প্রথমবারের মতো একবারে সবচেয়ে বেশি ৯ জন এই তালিকায় স্থান পেয়েছেন।