Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

ফ্রিজের খাবার নষ্ট বুঝবেন যেভাবে

ফ্রিজে খাবার

ফ্রিজে খাবার

সাধারণত ফ্রিজ ব্যবহার করা হয় খাবারের গুণগত মান ঠিক রেখে খাবারকে দীর্ঘ দিন ভালো রাখার জন্য। ক্ষতিকর ব্যাকটেরিয়া রেফ্রিজারেশন তাপমাত্রায় বেড়ে উঠতে পারে না। এরপরেও অনেক সময় দেখা যায় ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে গেছে। তাই ফ্রিজে খাবার রাখার ক্ষেত্রে কিছুটা যত্নশীল হওয়া জরুরি। কারণ, খাবার নষ্ট হয়ে গেলে সেটা খাওয়ার উপযোগী থাকে না।

ফ্রিজে রান্না করে রাখা মুরগির মাংস বা গরুর মাংস ঠিক আছে কি না, তা বুঝতে একটা ছোট্ট পরীক্ষা চালাতে পারেন। প্রথমে খাবারটি ফ্রিজে থেকে বের করে দেখুন। দেখতে যদি ঠিক মনে হয় তাহলে খাবারটির কোনো গন্ধ পাওয়া যাচ্ছে কি না, তা বোঝার চেষ্টা করতে পারেন। সবকিছু ভালো মনে হলে, খাবার থেকে একটু তুলে মুখে দিয়ে স্বাদ বোঝার চেষ্টা করুন। খাবারটি যদি ভালো থাকে তাহলে মুখে দিলেই সেটা সহজে বুঝে যাবেন।

তবে গন্ধ না শুঁকে সরাসরি খাবারটি মুখে নিলে সেটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনার অভিজ্ঞতা কেমন হবে, সেটা নিশ্চই বর্ণনা করার দরকার পড়বে না।

Exit mobile version