Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

বিজয় দিবসকে স্বাধীনতা দিবস বলল হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওয়েবসাইটে ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে উল্লেখ করা হয়েছে। গতকাল বুধবার (০৯ ডিসেম্বর) তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি নিয়ে আপলোডকৃত নোটিশ বোর্ডের হেডলাইনে এমন চিত্র দেখা গেছে।

এদিকে নোটিশটি আপলোডের কিছুক্ষণের মধ্যেই সমাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে বিষয়টির একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এছাড়া নোটিশে ‘গৃহীত’ শব্দের বানানও ভুল লেখা হয়েছে। ওয়েবসাইটের নোটিশ বোর্ডের ওই স্ক্রিনশটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন হাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হাবিবুর রহমান মুন্না নামের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও আমি মনে করি তাঁদের কাজের প্রতি উদাসীনতা সবচেয়ে বেশি।

তিনি বলেন, শিক্ষার্থীরা তাঁদের কাছে কোনো প্রয়োজনে গেলে ব্যাপক হয়রানির শিকার হয়। যে কাজে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে সে কাজ যথাযথভাবে পালন করলে শিক্ষার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। প্রশাসনের এ দিকে কোনো নজরদারি না থাকায় তাঁদের কাজের প্রতি শ্রদ্ধাবোধ এবং উদাসীনতা প্রকট আকার ধারণ করছে। আর সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে প্রতিনিয়ত হয়রানির শিকার।

মাসুদ রানা নামের আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এরকম ভুল হওয়াটা খুবই দুঃখজনক। ভুলকে ভুল না মনে করলে ভুল নিয়মে পরিণত হতে পারে।

তবে, আহসান নিরব নামের এক শিক্ষার্থী বলেন, এটি নিছকই একটি ভুল মাত্র। এসব নিয়ে মাতামাতি না করে চলমান অন্যান্য সমস্যার উপর নজর দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রোগ্রামস টিমের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আমরা বিকেলেই ব্যাপারটি জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই ঠিক করে দেয়া হবে। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন কারণ নেই।

Exit mobile version