Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

মিয়ানমারের ব্যবসা বিক্রি করে দিল টেলিনর

মিয়ানমারের ব্যবসা বিক্রি করে দিল টেলিনর

মিয়ানমার ছাড়ছে নরওয়ের টেলিকম অপারেটর প্রতিষ্ঠান টেলিনর। তারা লেবাননের বিনিয়োগ প্রতিষ্ঠান এম-১ গ্রুপের কাছে মিয়ানমারের ব্যবসা বিক্রি করে দিয়েছে। ১০ কোটি ৫০ লাখ ডলারে অধিগ্রহণের বিষয়টি সমাধান হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) টেলিনরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টেলিনরের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমার পরিস্থিতির ক্রমাবনতি এবং বিদ্যমান অবস্থার কারণে কোম্পানি ব্যবসা সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

মিয়ানমারে বিদেশি বিনিয়োগের মধ্যে টেলিনর অন্যতম বৃহৎ। এক দশক আগে সামরিক শাসন থেকে গণতন্ত্রের পথে উত্তরণ শুরুর পর পশ্চিমা যে কটি কোম্পানি দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশটিতে বিনিয়োগ করেছে, সেগুলোর মধ্যে টেলিনরের বিনিয়োগ ছিল সর্বোচ্চ।

এর আগে, গত সপ্তাহে একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, মিয়ানমার জান্তা বিদেশি টেলিকম নির্বাহীদের বিনা অনুমতিতে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। সর্বস্তরের নাগরিকদের ফোনে আড়িপাতার ব্যবস্থা করছে তারা।

টেলিনরের প্রধান নির্বাহী সিগভে ব্রেকে বলেছেন, হস্তান্তরটি প্রায় ৬০ কোটি ডলারের উদ্যোগের অংশ। এম-১ গ্রুপের কাছে ব্যবসা বিক্রি করে দেওয়ায় সেখানে অপারেটরের কার্যক্রম চালু থাকার নিশ্চয়তা থাকল।

তিনি বলেন, গত কয়েক মাসে মিয়ানমারের পরিস্থিতি ক্রমেই টেলিনরের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছিল; বিশেষ করে কর্মীদের নিরাপত্তা, সরকারের বিধিনিষেধ ও নিয়মনীতি মেনে চলা কঠিন হয়ে যাচ্ছে।

Exit mobile version