Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

১৯ জুন থেকে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ১৯ জুন থেকে মেডিকেল কলেজ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, প্রবাসী ও মেগা প্রকল্পে কর্মরতরা অগ্রাধিকার ভিত্তিতে এ ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (১৬ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আসা করোনার ১১ লাখ ভ্যাকসিনের ৫ লাখ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। এছাড়া আগামী আগস্টে মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় অস্ট্রেজেনেকার ১০ লাখ ডোজ টিকাও দেশে আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে সেই চিঠি আমরা পেয়েছি।

তবে এর বাইরে আর কোনো টিকার বিষয়ে নিশ্চিত না হয়ে তিনি কিছু বলতে পারছেন না বলে জানান।

চীন ও রাশিয়ার টিকার বিষয়ে তিনি বলেন, আমাদেরকে এখনো ওরা (চীন) জানায়নি। আশা করছি এই মাসের মধ্যে জানাবে। আমাদের পক্ষ থেকে যা কিছু করার ছিল, তা শেষ। আর রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে, আজকেও আলোচনা আছে। আজকে হয়তো তারা সিদ্ধান্ত দিবেন, কবে (টিকা) দেবে, কী পরিমাণ দেবে।

Exit mobile version