Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

৩ বিভাগে কালবৈশাখীর আভাস

ছবি: সংগৃহীত

আজ বুধবার (১৪ এপ্রিল) দেশের তিন বিভাগ ও দুই জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার । সাথে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

রাতে আবহাওয়া অধিদফতরের বিশিষ্ট কর্মকর্তা আফতাব গণমাধ্যমকে বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। অধিদপ্তর আরো জানায়, অন্যান্য জায়গায় আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে নোয়াখালী, রাঙ্গামাটি, শ্রীমঙ্গল, ফেনী, পাবনা ও রাজশাহী অঞ্চলসহ খুলনা ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের চলমান দাবদাহ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গত ১২ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া ঢাকায় ৩৭, যশোরে ৩৭.৬, ঈশ্বরদীতে ৩৮.৫, খুলনায় ৩৭, চুয়াডাঙ্গায় ৩৮.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।


Exit mobile version