৪৩তম বিসিএসের ৮৫ প্রার্থীর আবেদন বাতিল করেছে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি)। এসব প্রার্থীকে আগামী ৩১ মার্চের মধ্যে পুনরায় আবেদন করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ মার্চ) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ভুল তথ্য দিয়ে ৪৩ বিসিএসের পূরণকৃত আবেদন বাতিল করে পুন:অনলাইনে আবেদনের অনুরোধ করার পরিপ্রেক্ষিতে কমিশন কর্তৃক নিন্মুক্ত ৮৫ জন প্রার্থীর উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বর বাতিল করা হয়েছে। উল্লিখিত প্রার্থীদের আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৬ টার মধ্যে নতুন করে অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক অনুমতি প্রদান করা হয়েছে।
রেজিস্ট্রেশন নম্বর: 11070110, 11160122, 11121563, 15006680, 11130357, 11109264, 11083455, 11099946, 11026173, 11068928, 11044590, 11079014, 17007934, 11040407, 11024651, 11051989, 11052849, 11063969, 11055479, 11081525, 11123403, 14007400, 11065543, 11049021, 11144102, 11065733, 13002463, 11107945, 11130022, 11126711, 11045446, 11160512, 16005217, 11133395, 11107884. 11108983, 11100233, 11117843, 11045050, 13010463, 11086760, 18002434, 15001908, 11039802, 13008961, 12012704, 11113446, 11092157, 11028703, 11800811, 11800172, 11800840, 11800524, 11800026, 11800830, 11052667, 1035052, 11035941, 11070264, 11113227, 11023889, 11092616, 11048344, 11800218, 18800916, 11800998, 11800964, 11800193, 11800693, 11800908, 11800145, 11800224, 11800920, 16800129, 11800409, 11800246, 11086587, 11076130, 15002812, 11079286, 11045864, 11030438, 18000402, 18011706, 12008906 = ৮৫ জন
আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৬ টার পর কোন পরীক্ষার্থীর আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।