Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

আন্তর্জাতিক ক্রিকেট খেলার বয়স নির্ধারণ করে দিল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে ক্রিকেটারের সর্বনিম্ন বয়স নির্ধারণ করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এখন থেকে দেশের হয়ে নামতে গেলে সর্বনিম্ন ১৫ বছর বয়স হতে হবে খেলোয়াড়ের। যদি কোনও দেশ ১৫ বছরের কম বয়সি কাউকে খেলাতে (চায় তা হলে আইসিসির কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেটের সব বিভাগেই সর্বনিম্ন বয়স আনা হল। এর ফলে ছেলেদের ক্রিকেটের সঙ্গে মেয়েদের ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও খেলতে হলে ক্রিকেটারের বয়স হতে হবে ১৫ বছর। তার চেয়ে ছোট বয়সের কাউকে খেলাতে হলে আইসিসিকে জানাতে হবে। সেই খেলোয়াড়ের অভিজ্ঞতা, মানসিক অবস্থা দেখে তবেই সিদ্ধান্ত নেবে আইসিসি।

প্রসঙ্গত, এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার জন্য কোনো নূন্যতম বয়সসীমা নির্ধারিত ছিল না। অবশ্য আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা বেঁধে দেয়নি।

১৯৯৬ থেকে ২০০৫ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ৭টি টেস্ট ও ১৬টি ওয়ান ডে খেলা হাসান রাজার দখলে রয়েছে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের রেকর্ড। ডানহাতি পাক ব্যাটসম্যান ১৪ বছর ২২৭ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার মাঠে নামেন।

Exit mobile version