Site icon The Daily Moon | Popular Bangla News |National | International | Education | Entertainment | Religion | Employment

উচ্চশিক্ষার কারিকুলাম পরিবর্তন প্রয়োজন: ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম ও এডুকেশন সিস্টেমের পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেছেন, ক্যারিকুলামে একাডেমিক বইয়ের পাশাপাশি চাকরি সম্পর্কিত বেসিক বইগুলো আনতে হবে।

৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনলাইন আলোচনা সভার ওয়েবনিয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষা ব্যবস্থার সাবেক পদ্ধতির পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের পরিবর্তনশীল বাইরের জগতের দিকে তাকাতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টেকনিক্যাল স্কিল বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। তা না হলে আমাদের শিক্ষার্থীরা চাকরি পাবে না এবং হতাশ হবে।

কোয়ালিটি সম্পন্ন গ্র্যাজুয়েটের অভাব জানিয়ে অধ্যাপক শহীদুল্লাহ বলেন, আমাদের বাহ্যিক বা শারীরিক সুবিধা বাড়ছে। কিন্তু আমরা কোয়ালিটি সম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না। অবকাঠামোগত উন্নয়ন বাড়ছে, কিন্তু শিক্ষার গুণগত মান বাড়াতে পারছি না, এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। সুতরাং শিক্ষার গুণগত মানকে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

Exit mobile version