Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

কলকাতার স্টেডিয়াম হচ্ছে কোভিড হাসপাতাল

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় দফার প্রকোপে ভারতজুড়ে হাসপাতালের শয্যার সংকট দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কলকাতার সল্টলেক অবস্থিত স্টেডিয়ামকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তুলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে এই স্টেডিয়ামে ২০০-রও বেশি শয্যা থাকবে বলে জানা গেছে। রাজ্য সরকারের সঙ্গে এই কাজে সহযোগিতা করবে আমরি হাসপাতাল। রাজ্যজুড়ে বেডের সমস্যা মেটাতেই এই উদ্যোগ।

পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ফলে হাসপাতালগুলোয় শয্যা পাওয়া যাচ্ছে না। শয্যা সংকটের কারণে মৃত্যু হচ্ছে অনেকের। সেই সমস্যা সমাধানের জন্যই সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনকে কোভিড হাসপাতাল রূপে তৈরি করেছে রাজ্য সরকার।

অস্থায়ীভাবে স্টেডিয়ামের ভেতরে তৈরি এই হাসপাতালে আপাতত ২২৩টি বেডের বন্দোবস্ত করা হয়েছে। এর মধ্যে সাধারণ শয্যার সংখ্যা ২১০টি। তবে এখানে থাকছে না কোনো ইন্টেভসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামে করোনার টিকাদান কর্মসূচিও চলবে। এ কাজে সহায়তা করবে আমরি হাসপাতাল।

আমরি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সল্টলেক স্টেডিয়ামে করোনা রোগীর চিকিৎসার জন্য জেনারেল আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখন অক্সিজেনের সুবিধা থাকলেও, জরুরি পরিষেবা আপাতত মিলবে না সেখানে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা সংকট দেখা দেয়। এ জন্য বেশ কয়েকটি স্টেডিয়ামকে করোনা চিকিৎসার জন্য গড়ে তোলে রাজ্য সরকার। কয়েক দিন আগে যাদবপুর স্টেডিয়ামকেও করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছিল।

Exit mobile version