Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

কোরআনের ২৬ আয়াত অপসারণের রিট খারিজ

সম্প্রতি ভারতের একটি আদালতে পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াত অপসারণ চেয়ে রিট দায়ের করেছিলেন দেশটির উত্তর প্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী। তার সেই রিট আবেদন বাতিল করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

সোমবার বিচারপতি আর এফ নরিমনের নেতৃত্বাধীন বেঞ্চ এ রিট বাতিলের আদেশ দেন। খবর দ্য হিন্দুর।

এদিকে লাইভ ল নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন আদালতে রিট আবেদনটিকে ‘একেবারে বাজে’ বলে আখ্যায়িত করেছেন বিচারক।

একইসঙ্গে পিটিশন দাখিল করার ব্যয় হিসেবে আবেদনকারী সৈয়দ ওয়াসিম রিজভীকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন আদালত।

রিট আবেদনে বলা হয়েছিল, কোরআন মাজিদের কিছু আয়াতের কারণে ইসলাম ধর্ম ধীরে ধীরে তার মূল শিক্ষাগুলো থেকে দূরে সরে যাচ্ছে। যা আজকাল সহিংস আচরণ, জঙ্গিবাদ, মৌলবাদ, চরমপন্থা ও সন্ত্রাসবাদের মাধ্যমে চিহ্নিত হচ্ছে। তাই আয়াতগুলো অপসারণের আবেদন জানাচ্ছি। রিট আবেদনে আয়াত নম্বরগুলোর কথাও উল্লেখ করা হয়।

Exit mobile version