Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

গোমূত্রের উপকারিতা প্রমাণিত: বিজেপি নেতা

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সবাইকে গোমূত্র পানের আহ্বান জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা। রোববার ভারতের কোচবিহারের দিনহাটায় গোমাতা পূজার পর গোমূত্র পান কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে গোমূত্র পানে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ সেরে যায় বলে হাস্যকর দাবিও করেন তারা। -খবর জিনিউজের

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা কৃষাণ মোর্চার সহ সভাপতি জীবেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘অনেকে নানা কথা বললেও, গোমূত্র কতটা উপকারি তা প্রমাণ হয়ে গিয়েছে। ক্যানসারের ওষুধ হিসেবে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা প্রতিষ্ঠানে গোমূত্র ব্যবহৃত হচ্ছে। এছাড়াও গোমূত্র বিভিন্ন রকম রোগ-জীবাণুকে ধ্বংস করে।’

জিনিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার দিনহাটার সাহেবগঞ্জের খারুভাজ বাজারে স্থানীয় বিজেপি গোমাতা পূজার আয়োজন করে। শ্রদ্ধা ও ধুমধাম সহকারে হয় পূজা। পূজার পর গোমাতাকে প্রদক্ষিণ করেন বিজেপি নেতারা। এরপরই গোমূত্র পান কর্মসূচি শুরু করেন তারা। এতে নিজেরা গোমূত্র পান করার পাশাপাশি উপস্থিত সবাইকে গোমূত্র পানের জন্য আহ্বানও জানান তারা।

প্রসঙ্গত, এর আগে গরুর দুধে সোনা থাকে’ বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রলের শিকার হয়। কিন্তু তিনি সমালোচনাকে আমলে না নিয়ে উল্টো বলেন, ‘গরুর দুধ, গোমূত্র খাই। তাই ভাল থাকি। আমরা বলছি এসবই চলবে। আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব।’ ‍

Exit mobile version