Site icon The Daily Moon | Popular Bangla News |National | International | Education | Entertainment | Religion | Employment

দেশের কয়েকটি অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে

ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবংবরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। শিলাবৃষ্টি আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রাঙামাটি, সীতাকুণ্ড, মৌলভীবাজার, নোয়াখালী, ফেনী, পাবনা, রাজশাহী অঞ্চলসহ ঢাকা,
বরিশাল এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী তিন দিন বা ৭২ ঘণ্টা পর দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

Exit mobile version