Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

পেনশনের টাকায় পাঠাগার, আছে ৫ হাজারেরও বেশি বই

রাজশাহী সংবাদদাতা: পেনশনের টাকায় গ্রন্থাগার গড়ে তুলেছেন রাজশাহীর মাহমুদা খাতুন সিদ্দিকা। বরেণ্য লেখকদের দুর্লভ বই নিয়ে এই গ্রন্থাগার সাজিয়েছেন তিনি। বই সংগ্রহ করতে মাহমুদা খাতুনকে সহযোগতিা করেন তার দুই ছেলে। পাঁচ হাজারেরও বেশি বই নিয়ে সাজানো গ্রন্থাগারটি সবার জন্য উন্মুক্ত করে দিতে চান এই শিক্ষানুরাগী। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সাবেক ডেপুটি রেজিস্টার মাহমুদা খাতুন সিদ্দিকা চাকুরি থেকে অবসর নেন ২০১৭ সালে। পরে শিক্ষানুরাগী এই নারী পেনশনের টাকায় নিজেই গড়ে তুলেছেন গ্রন্থাগার।

মহানগরীর শিরোইলে নিজ বাড়ির একটি ফ্লোরে এই গ্রন্থাগার সাজিয়েছেন। যেখানে রয়েছে দেশ-বিদেশের দুর্লভ ও দুষ্প্রাপ্য অনেক বই। এর বেশিরভাগই প্রকৃতি, বন্যপ্রাণী, চিত্রকলা ও ভ্রমণ বিষয়ক বই। জাতির জনকের ওপর একটি কর্নারও রয়েছে তার গ্রন্থাগারে।

মাহমুদা খাতুনকে বই সংগ্রহে সহায়তা করেন তার দুই ছেলে তানভীর অপু ও তারেক অণু। শুধু বই পড়ার জন্য নয়, এই গ্রন্থাগারটিকে শিল্প সাহিত্যের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ার স্বপ্নের কথা জানালেন তারা।

গ্রন্থাগারটিতে ৫ হাজারের বেশি বই রয়েছে বলে জানালেন মাহমুদা খাতুন সিদ্দিকা।

Exit mobile version