হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (১৮ তারিখ) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ডিসি হারুন অর রশিদ (তেজগাঁও জোন) গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামুনুল হককে গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে।
সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টের ঘটনার পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। এর পর থেকেই তিনি পুলিশের নজরদারিতে চলে যান। অল্পকিছু দিনের মধ্যে হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।
মামুনুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।