Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

মুসাফির রোজা রাখবেন যেভাবে

প্রতীকী ছবি

প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ সকলের ওপর রমজানের রোজা ফরজ। রোজা ভাঙা একটি বড় গুনাহের কাজ। একটি রোজার বিনিময়ে টানা দুই মাস রোজা রাখলেও ওই একটি রোজার সমকক্ষ হবে না। রোজা আল্লাহ ও বান্দার মধ্যে সম্পর্ক তৈরির চেষ্ট মাধ্যম

আল্লাহ তা’আলা কিছু কিছু মানুষকে রমজানের রোজা রাখা ও না রাখার ক্ষেত্রে অবকাশ দিয়েছেন। এখানে আলোচনা করা হবে মুসাফিরের রোজার সংক্ষিপ্ত কিছু মাসআলা:

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)

Exit mobile version