Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

শুরু হয়েছে বাস চলাচল

স্বাস্থ্যবিধি মানার শর্তে দীর্ঘ ২২ দিন পর রাজধানীতে শুরু হয়েছে বাস চলাচল। বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকেই রাজধানীর সব সড়কে বাস চলাচল দেখা যায়। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

সকালে সরেজমিন দেখা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অধিকাংশ বাসে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। প্রতিটি বাসের দুই সিটের একটিতে যাত্রী বসিয়ে বাস চলাচল করছে। তবে নিকট আত্মীয় হলে পাশাপাশি সিটে বসে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন। নেওয়া হচ্ছে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া। অন্যদিকে রাজধানীর সড়কে গণপরিবহনের চাপ বাড়ায় বিভিন্ন সড়কে যানজট সৃৃষ্টি হচ্ছে।

বাস যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ ২২ দিন পর বাস চলাচল শুরু হওয়ায় ভোগান্তি দূর হয়েছে। এতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এর আগে চলাচলে বিধিনিষেধের কারণে অফিস বা গন্তব্যে যেতে পরিবহনের জন্য তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে এবং দিতে হয়েছে কয়েকগুণ ভাড়া।

মো. রহিম নামে এক যাত্রী বলেন, এ কয়দিন বাস না থাকায় অফিসে যেতে অনেক ভোগান্তি হতো। সিএনজিচালিত অটোরিকশা কিংবা প্রাইভেটকারে যেতে দিতে হত কয়েকগুণ ভাড়া। কিন্তু আজ খুব সহজেই বাসও পেলাম এবং অটোরিকশা থেকে কয়েকগুণ কম ভাড়ায় অফিসে যেতে পারব।

এদিকে কোনো পরিবহনের বাস যেন স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় চলাচল না করতে পারে সে বিষয়ে তৎপর রয়েছে প্রশাসন। এ বিষয়ে উত্তর বাড্ডায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মো. জালাল বলেন, অনেক দিন বাস বন্ধ ছিল, আজ আবার চলাচল শুরু হওয়ায় রাস্তায় গাড়ির চাপ একটু বেশি। তবে এখন পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাচ্ছেন। কেউ যদি নিয়ম মানতে অবহেলা করে তার বিরুদ্ধে আমরা দ্রুত আইনি ব্যবস্থা নেব।

Exit mobile version