Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

সশরীরে পরীক্ষা নেওয়ার কথা বললেন ইউজিসি

গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে

এখন থেকে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনলাইনের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে এসে সশরীরে পরীক্ষা নিতে পারবে। যদিও এতদিন কেবল অনলাইনে পরীক্ষা আয়োজনের অনুমতি ছিল।

বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয় মধ্যে কমিশনের (ইউজিসি) এক বৈঠকে সশরীরে পরীক্ষা আয়োজনেত অনুমতি দেয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ সভাপতিত্ব করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসি সদস্য (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, দেশে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতির দিকে। ফলে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে সশরীরে পরীক্ষা আয়োজনের অনুমতি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের ক্যাম্পাসে এনে পরীক্ষা নেয়া যাবে। তবে বিষয়টি ঠিক করবে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিল। তারা চাইলে অনলাইনেও পরীক্ষা আয়োজন করতে পারবে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সশরীরে পরীক্ষা আয়োজনের অনুমতি দিয়েছিল ইউজিসি। তবে সংক্রমণ পরিস্থিতি খারাপের দিকে যাওয়া সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল তারা।

Exit mobile version