করোনা পরিস্থিতিতে গত ২০ কার্যবিদসে ভার্চুয়াল শুনানিতে ৩৭ হাজার আসামিকে জামিন দিয়েছেন দেশের নিম্ন আদালত। আজ বুধবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, সীমিত পরিসরে সারাদেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ৬৮ হাজার ৮৪৩ জামিন আবেদন নিষ্পত্তি হয়েছে এবং ৩৭ জন হাজতি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫০৭ জন।
এর আগে, গত ১২ এপ্রিল থেকে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি আবেদনের ওপর শুনানি হচ্ছে।
পরে ১১ মে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৫ হাজার ৭৩৪টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন আবেদন নিষ্পত্তি হয়েছে। এদিন ৩ হাজার ১৫০ জন হাজতিকে জামিন দেওয়া হয়েছে।