ক্লাস ওয়ান থেকে রোজা রাখছেন বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সে বছর মোট ১৮টি রোজা রেখেছিলে শিশুশিল্পী হিসেবে এক সময়কার তুমুল জনপ্রিয় এই তারকা। আর ক্লাস টুতে উঠে সবগুলো রোজাই রেখেছেন তিনি। এরপর থেকে কখনো একটি রোজাও মিস করেননি।
দীঘি বলেন, ‘রোজা হচ্ছে বরকতের মাস। আর বছরের একটি মাসই তো রোজা। ক্লাসে ওয়ানে থাকতে প্রথম রোজা রাখার মধ্যে একটা আনন্দ ছিল। পরিবারের সবাই তখন খুব খুশি হয়েছিলেন। টুতে ওঠার পর থেকে তো সব রোজাই রাখি, নামাজও পড়ি। গতবার আর এই রোজায় করোনার কারণে সারাদিন বাসায়ই থাকা হচ্ছে। ফলে এদিকটায় আরও বেশি মনোযোগ দিতে পারছি।’
নিয়মত রোজা রাখার পাশাপাশি নিজেকে ফিট রাখার জন্যও কাজ করে যাচ্ছেন দীর্ঘি। ৮-৯ মাস আগে ধানমন্ডির একটি জিমে ভর্তি হয়েছিলেন। তবে শেষ দুই মাস ভারতে গিয়ে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং আর দেশে ফিরে নানা ব্যস্ততায় জিমে যাওয়া হয়নি তার। সপ্তাহখানেক থেকে আবারও জিমে নিয়মিত হয়েছেন।
এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘নতুন করে জিমে যাওয়া শুরু করেছি একটা টার্গেট নিয়ে। এবার আমার টার্গেট ১০ কেজি ওজন কমানো। আমার ওজন এখন যা তা থেকে ১০ কেজি কমানো গেলে শারীরিকভাবে পূর্ণাঙ্গ ফিট হয়ে উঠব। তখন পর্দায় আমাকে দেখতে আরও সুন্দর লাগবে।’
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় পা রাখা দীঘির নায়িকা হিসেবে অভিষেক হয়েছে এ বছরই। গত ১২ মার্চ মুক্তি পায় নায়িকা দীঘির প্রথম সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’। ২ এপ্রিল মুক্তি পেয়েছে সেলিম খানের পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।
কাজ চলমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রের অভিনয় করেছেন দীঘি। যেটি নির্মাণ করছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এছাড়া আরও একাধিক সিনেমার কাজ চলছে তার। কথা হচ্ছে নতুন কিছু সিনেমারও।