ঈদের দিনেও ফিলিস্তিনে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (১৩ মে) ফিলিস্তিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ফিলিস্তিনের মানুষের সকালের ঘুম ভেঙেছে বোমার শব্দে। এতে মলিন হয়ে গেছে ঈদের আনন্দ। গত কয়েকদিনের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৬৯ জনে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এমন আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পড়ুন: ‘হামাগুড়ি দিয়ে হলেও আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ’
টুইটারে মার্কিন দার্শনিক নোয়াম চমস্কির একটি বক্তব্যের উদ্ধৃতি শেয়ার করে ইমরান খান লিখেছেন, ’আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমরা গাজার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে।’ এছাড়া তিনি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপেও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন।
পড়ুন: ঘাতক ইহুদিবাদীদের কোনো ধর্ম নেই: ইরানের প্রেসিডেন্ট
এর আগে, ফিলিস্তিনি নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ পরিচালনার মতো মানবাধিকার লঙ্ঘনকারী এসব কর্মকান্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক টুইটার বার্তায় তিনি বলেন, জেরুজালেমের আল-আকসা মসজিদ এবং মুসলিমদের ওপর ইসরায়েলের ঘৃণ্য হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছে তুরস্ক।