Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

আগামী ৪ সপ্তাহে ভয়াবহ রূপ নিতে পারে ভারতের করোনা পরিস্থিতি

১৬ জুন পর্যন্ত বাড়লো লকডাউন

ছবি: প্রতীকী

করোনা ভয়াবহ পরিস্থিতি যেনো কোন ভাবেই স্বাভাবিক হচ্ছে না। ভারতে দিন দিন ভয়াবহ হচ্ছে এ পরিস্থিতি। এক দিনে এক লাখ সংক্রমণ পার হওয়ার রেকর্ড হয়েছে গত সোমবার। এসবের জের ধরেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আগামী চার সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে বৈঠককালে স্বাস্থ্যবিষয়ক সদস্য ভি কে পাল বলেন, ‘দেশে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। সংক্রমণ আরো বাড়ছে। জনসংখ্যার বড় অংশ এখনো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

গত বারের তুলনায় এবার সংক্রমণের গতি আরো বেশি বলে জানিয়েছেন চিকিৎসক পাল। তিনি আরো বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে মহামারির তীব্রতা বাড়ছে। দ্রুতগতিতে সংক্রমণ ছড়াচ্ছে। মোটের ওপর দেশজুড়েই এ পরিস্থিতি। স্বাস্থ্যবিষয়ক সদস্য জানিয়েছেন, দ্বিতীয় দফার সংক্রমণের ঢেউ ঠেকাতে জনসচেতনতার ওপরই নির্ভর করছে কেন্দ্র। তিনি বলেন, ‘আগামী চার সপ্তাহ সতর্কতা বজায় রাখতে হবে। সংক্রমণ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট হতে হবে।’

মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সাধারণ করোনাবিধি মেনে চলার পাশাপাশি রাজ্যে রাজ্যে কভিড চিকিৎসা পরিকাঠামো আরো উন্নত করা এবং টিকাদান কর্মসূচি জোরদার করার কথাও জানান তিনি। তবে সংক্রমণের এই আবহেও ভারতে মৃত্যুর হার অন্য দেশগুলোর তুলনায় কম বলে জানান তিনি। সব মিলিয়ে মুম্বাইসহ মহারাষ্ট্রের ১০ জেলা, দিল্লি এবং কর্ণাটকের একটি জেলার করোনা পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র : আনন্দবাজার।

Exit mobile version