Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

আন্তর্জাতিক ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ, চলবে বিশেষ ফ্লাইট

বিমান

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করায় আন্তর্জাতিক সিডিউল ফ্লাইট চালুর তারিখ পিছিয়ে আগামী ৫ মে পর্যন্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ও বিশেষ ফ্লাইট আগের মতোই মেনে চলবে।

তবে প্রবাসীদের বিষয়টি বিবেচনায় নিয়ে আগের মতোই সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে। আজ (মঙ্গলবার) এই সিদ্ধান্ত নেয় বেবিচক। বৈঠকের সূত্রে জানা যায়, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা হলেও প্রবাসী শ্রমিকদের কথা চিন্তা করে সাতটি দেশে বিশেষ ফ্লাইট চালু রাখা হয়েছে। এতে আটকে পড়া শ্রমিকরা সহজেই দেশের বাইরে যেতে পারবেন।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করছি। করোনা সংক্রমণ রোধে সরকার যেহেতু লকডাউন আরও সাত দিন বৃদ্ধি করেছে, এ জন্য ফ্লাইট চলাচলের বিধিনিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে যাত্রীবাহি সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়। কিন্তু আটকে পড়া প্রবাসীদের কথা বিবেচনায় নিয়ে বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেয় বেবিচক কর্তৃপক্ষ। আর আন্তর্জাতিক ফ্লাইট ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

এর আগে ২৮ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, আমাদের অনেক প্রবাসী ভাই এই ৭ দেশ ছাড়াও অন্যান্য দেশে আটকা পড়ে আছেন। আমরা দেখছি তাদের জন্য কোনো রুট খুলে দেয়া যায় কি-না। এ সংক্রান্ত সার্কুলারে নির্দেশনাগুলো থাকবে।

Exit mobile version