Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

এক যুগের ক্ষমতার অবসান, বিদায় নিচ্ছেন নেতানিয়াহু

বেঞ্জামিন নেতানিয়াহু

বেঞ্জামিন নেতানিয়াহু

একটানা এক যুগ (১২ বছর) ক্ষমতায় থাকার পর ২০২১ সালের মার্চের ২৩ তারিখ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ আসন না পাওয়ায় সরকার গঠন নিয়ে সমস্যায় পড়েন বেঞ্জামিন নেতানিয়াহু। এর মধ্য দিয়ে এক যুগের ক্ষমতার অবসান ঘটিয়ে বিদায় নিচ্ছেন নেতানিয়াহু।

রোববার (১৩ জুন) পার্লামেন্ট ভোটে নতুন সরকার নির্বাচিত হওয়ার মাধ্যমে নেতানিয়াহুর ক্ষমতার অবসান ঘটে।

আরো পড়ুন: ধর্মীয় বক্তা আবু ত্ব-হা আদনান তিন সঙ্গীসহ নিখোঁজ

নেতানিয়াহুকে সরাতে আটটি বিরোধী দল মিলে নতুন জোট গঠন করেছে। এই জোটে বামপন্থী, উদারপন্থী, কট্টরপন্থী, জাতীয়তাবাদী ও ধর্মীয় দল রয়েছে।

এর মধ্য দিয়ে মূলত রাষ্ট্রটিতে টানা দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান হচ্ছে। এর আগে গত ২৩ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যা বিগত দুই বছরের মধ্যে চতুর্থ নির্বাচন ছিল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন অর্জনে ব্যর্থ হন। এমতাবস্থায় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইয়ায়ের লাপিদ জোট সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন জোটাতে সমর্থ হয়েছেন।

গত ৬ জুন নতুন সরকার গঠন করতে যাওয়া জোটটিকে ‘গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী জালিয়াতি’র ফলাফল বলে মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

সূত্র: আলজাজিরা

Exit mobile version