Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

ওয়াক্ত ও তারাবি নামাজের জামাতে সর্বোচ্চ ২০ জন

ছবি: সংগৃহীত

করোনা মহামারি পরিস্থিতিতে তারাবির নামাজ আদায় নিয়ে বিজ্ঞপ্তি জারি করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইমাম, খতিব, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন ।

সোমবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতি ওয়াক্তে অংশ নিতে পারবে সর্বোচ্চ ২০ জন মুসল্লি। তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন অংশ নেবেন। তবে আশার কথা হলো, জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সম্মানিত মুসল্লিরা কুরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে মহান আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করবেন । নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী,স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটিতকে অনুরোধ জানানো হয়েছে।

১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে এ সকল বিধিনিষেধ বহাল থাকবে।

Exit mobile version