‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘উপপরিচালক-অ্যাডভোকেসি অ্যান্ড জাস্টিস ফর চিলড্রেন’ বিভাগে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ পদে কেউ চাকরি পেলে তার কর্মস্থল হবে রাজধানী ঢাকায়। ৩০ বছর বয়সের যে কেউ যোগ্যতাপূরণ সাপেক্ষে এ পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ‘ডেভেলপমেন্ট স্টাডি, হিউম্যান রাইট, ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিক্যাল সায়েন্স, গভার্ন্যান্স এবং পাবলিক পলিসি যেকোনো একটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্ব ও আইন-অধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি, বিশ্লেষণ করার দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে কাজের দক্ষতা থাকতে হবে। এ পদের চাকরির জন্য ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে।
পদ সংখ্যা: ১টি
কাজের ধরন: পূর্ণকালীন
আবেদন যেভাবে
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
বেতন ও সুযোগ–সুবিধা
বেতন মাসে ১৫০,০০০-১৭০,০০০ টাকা। সাপ্তাহিক ছুটি দুদিন, মোবাইল বিল ও মেডিকেল ভাতাও থাকবে। উৎসব বোনাস মিলবে বছরে একবার। এ ছাড়া প্রতিষ্ঠানে নিয়ম অনুযায়ী অন্যান্যা সুযোগ–সুবিধাও থাকছে ‘উপপরিচালক-অ্যাডভোকেসি অ্যান্ড জাস্টিস ফর চিলড্রেন’ পদে চাকরি পেলে।
আবেদনের শেষ তারিখ: ২৬ এপ্রিল, ২০২১