Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

করোনার টিকা গ্রহণ করা মানেই করোনামুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকা গ্রহণ করা মানেই করোনামুক্ত নয়, স্বাস্থ্যবিধি না মানায় দেশে আবারো করোনার সংক্রমণের হার বাড়ছে। আজ রবিবার দুপুরে পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরে ঐতিহাসিক ৭ মার্চের ওপর এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের মাধ্যমে ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়ন করা মানেই তাকে স্মরণ করা।’

সবার জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিতকরণ নিয়ে জাহিদ মালেক বলেন, ‘নতুন বছরে আমরা সবার ভ্যাক্সিনেশন নিশ্চিত করতে চাই, এজন্য সরকার সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করেছে।’

এসময় তিনি করোনা মোকাবেলায় বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, ব্লুমবার্গসহ অনেকে বাংলাদেশের প্রশংসা করেছে বলেও জানান।

Exit mobile version