Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

কলা গাছের বাকল থেকে তৈরি হচ্ছে সুতা

ছবি: সংগৃহীত

কলা গাছের বাকল থেকে সুতা তৈরি করে ব্যবহৃত হচ্ছে হস্ত শিল্পের কাজে। তৈরি হচ্ছে ব্যাগ, ভ্যানেটি ব্যাগ, খেলনাসহ নানা পণ্য। যা রফতানিও করা সম্ভব ।

এ সুতা তৈরি করা হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জনপুর গ্রামে। স্থাপন করা হয়েছে মেসার্স বকুল ফাইবার অ্যান্ড ভার্মি কম্পোষ্ট প্লান্টস নামে একটি কারখানা।

টিএমএসএস-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, প্রথমে কলা গাছের বাকল থেকে যে হস্তশিল্প তৈরি করা যায় এমন চিন্তা মাথায় আসে টাঙ্গাইল জেলার মধুপুরের আনোয়ার হোসেনের কাছ থেকে। বিক্ষিপ্তভাবে তিনি কলা গাছের আঁশ থেকে সুতা তৈরি করেন। কলার বাকল থেকে তিনি সুতা তৈরির বিষয়টি মাথায় আনেন। কিন্তু এ সুতা দিয়ে যে বিভিন্ন পণ্য উৎপাদন করা যায় সে বিষয়টি তার মাথায় আসেনি।

সেটাকে টিএমএসএস এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রোজেক্ট (এসইপি) প্রকল্পের ফাইবার প্রোডাক্টশন প্লান্টের মাধ্যমে বাস্তবে রূপ পায়।

Exit mobile version