Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

চীনা দূতাবাসের পানির সংযোগ বিচ্ছিন্ন করল তুরস্ক

ছবি: সংগৃহীত

তুরস্কের আঙ্কারা সিটি মেয়র মনসুর ইয়াবাস চীনের উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। বিষয়টি ভালোভাবে নেয়নি চীনা কর্তৃপক্ষ।

ওই প্রতিবাদের জেরে আঙ্কারার মেয়রকে কড়া ভাষায় চিঠি দেয় সেখানকার চীনা দূতাবাস। এতে ক্ষিপ্ত হয়ে দূতাবাসের পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন তিনি। গত বুধবার (৭এপ্রিল) এমন পদক্ষেপ নেয় আঙ্কারা সিটি।

ইব্রাহিম হাসকোলোলু নামে তুরস্কের একজন সাংবাদিক এক টুইটার বার্তায় এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।

স্থানীয় ‘ডুভার ইংলিশ’ নামের একটি অনলাইন নিউজ পোর্টাল জানায়, উইঘুর নিয়ে মন্তব্যের জেরে সম্প্রতি চীনা দূতাবাস আঙ্কারার সিটি মেয়র মনসুর ইয়াবাস বরাবর কড়া ভাষায় চিঠি লিখে প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হন মেয়র।

Exit mobile version