Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

জাকির নায়েকের বিরুদ্ধে করা ভারতের আবেদন খারিজ

বিশ্বজুড়ে জনপ্রিয় ভারতীয় ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার অনুরোধ খারিজ করে দিয়েছে পুলিশের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপোল। ভারতীয় গণমাধ্যম জানায়, ভারত সরকারের করা অনুরোধ এ নিয়ে তিনবার খারিজ করলো ইন্টারপোল।

ইন্টারপোলের বরাত দিয়ে শনিবার (১ মে) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, ধর্মীয় শিক্ষা দিয়ে অর্থ রোজগার করা এবং তা অপ্রাসঙ্গিক জায়গায় খরচ করাকে আর্থিক দুর্নীতি বলা যায় না- এমন সিদ্ধান্তে পৌঁছেছে ইন্টারপোল। আর তাই জাকির নায়কের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ খারিজ করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ভারতের সন্ত্রাসবিরোধী জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জাকির নায়েকের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ দিয়েছিল ইন্টারপোল সেগুলোও গ্রহণ করেনি। ইন্টারপোল সাফ জানিয়ে দিয়েছে, ধর্মীয় বক্তব্য রাখার জন্য আর্থিক দান নেয়াকে অপরাধ বলে গণ্য করা যায় না

এদিকে জাকির নায়েকের আইনজীবী এস হরি হারাণ জানান, ইন্টারপোলের সিদ্ধান্তের কপি তিনি হাতে পেয়েছেন। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন জাকির নায়েক।

Exit mobile version