গত আটদিন থেকে নিখোঁজের পর ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে পাওয়া গেছে। আজ শুক্রবার (১৮ জুন) জুমার নামাজের পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় আবহাওয়া অফিসের পেছনে শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়। আদনানের পরিবার ও পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আদনানের মামা আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জুমার নামাজের পরপর আদনানের প্রথম স্ত্রীর বাবার বাড়ি রংপুর নগরীর মাস্টার পাড়ায় আদনানকে পৌঁছে দিয়ে গেছে কিছু লোক। এমনটাই ওই বাড়ি থেকে তাকে জানানো হয়েছে। আমি আদনানকে বাড়িতে নিয়ে আসার জন্য ওই বাড়ি যাচ্ছি।
আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের শ্যালক বলেন, আবু ত্ব-হা বর্তমানে তার শ্বশুর বাড়িতে রয়েছেন। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, কিভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে ত্ব-হাকে তার শশুরবাড়ি থেকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য রংপুর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছিল। রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আবু ত্ব-হাকে পাওয়া গেছে। তিনি উদ্ধার হয়েছেন। এই মুহূর্তে এইটুকু তথ্য আছে। এ বিষয়ে বিস্তারিত দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।
এর আগে, গত ১০ জুন (বৃহস্পতিবার) রংপুর থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হন আবু ত্ব-হা। সেদিন রাতে সবশেষ তার মায়ের সাথে কথা বলেছিলেন তিনি। ফোনে মাকে জানিয়েছিলেন তিনি সাভারে যাচ্ছেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।