ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সম্প্রতি কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) র্যাঙ্কিং নিয়ে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
এর আগে, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই তালিকায় ৮০০-এর মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রথম আট শ বিশ্ববিদ্যালয়ের বাইরে রয়েছে।
ঢাবি উপাচার্য বলেন, ‘বর্তমানে র্যাঙ্কিংয়ের বিষয়ে আমাদের কোনো মনোযোগ নেই। আমাদের মনোযোগ হলো শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে। এগুলোতে উন্নতি না করলে আমরা সার্বিকভাবে পিছিয়ে যাব। তাই আমরা এই দুটো বিষয় নিয়ে কাজ করছি।’
তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ দুটি ক্ষেত্রে যেভাবে সম্প্রসারণ ঘটছে, তাতে আমরা এই দুই খাতে মনোযোগ না দিলে আরও পিছিয়ে যাব। সারা পৃথিবী র্যাঙ্কিংয়ে এগিয়ে যাক, আমরা পিছিয়ে থাকি। আগে আমাদের মৌলিক ভিত মজবুত করতে হবে।’
কিউএসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২২ সালের র্যাঙ্কিংয়েও কোনো অগ্রগতিই ছিল না। গত বছরের মতো এ বছরও বিশ্ববিদ্যালয় দু’টির অবস্থান ৮০১ থেকে ১০০০ র্যাঙ্কিংয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
কিউএস এর বিগত বছরগুলোর তালিকা অনুযায়ী দেখা গেছে, ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১তম, কিন্তু ২০১৪ সালে এই অবস্থান ৭০১ এ নেমে যায় আর ২০১৯ সালে সংখ্যাটি আরও পিছিয়েছে। এদিকে নর্থ সাউথ ও ব্রাক বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও ২০২২ সালের তালিকায় অবস্থান ১০০১ থেকে ১২০০ এর মধ্যে রয়েছে।