Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

শ্রাবন্ত্রীকে বার্তা পাঠিয়ে কারাগারে খুলনার যুবক

ভারতের পশ্চিম বঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে ফোনে উত্ত্যক্ত করার অভিযোগে খুলনায় মো. মাহাবুবর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আজ তার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার যুবক খুলনা শহরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ৬/১ বকশিপাড়া রোডে একটি বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ সূত্র জানায়, ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সরকারের কাছে উত্ত্যক্তকারীর বিচার চেয়েছিলেন শ্রাবন্তী। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদরদপ্তরের নির্দেশে ১৬ নভেম্বর খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের হয়।

মামলার বিরনীতে বলা হয়, অভিযুক্ত মাহাবুবর শ্রাবন্তীর মোবাইল ফোনে বিভিন্ন সময় কল করতেন। ফোনে সাড়া না পেয়ে আপত্তিকর মেসেজ দিতেন। একপর্যায়ে প্রতিকার চেয়ে শ্রাবন্তী ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়। সোনাডাঙ্গা থানা পুলিশ অবশ্য বলতে রাজি হয়নি কোথা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version