Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেছেন ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ। শিক্ষার্থীরা জানিয়েছেন, করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যেও আগামীকাল ২ এপ্রিল মেডিকেলের ভর্তি পরীক্ষা স্থগিত না করায় তার পদত্যাগের দাবি করা হয়েছে।

পতদ্যাগ দাবি করা মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মতকে অগ্রাহ্য করে এ পরীক্ষা আয়োজন করা হচ্ছে। যেখানে অনেক বিশিষ্টজনেরাও এ মুহূর্তে পরীক্ষা না নেয়ার পক্ষে মত দিয়েছেন। এছাড়া এ করোনার কারণে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আয়োজনের সম্পূর্ণ দায়ভার স্বাস্থ্যমন্ত্রীর।

ইতিমধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘‘স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই’’ শিরোনামে গ্রুপের মাধ্যমে জড়ো হচ্ছেন। সেখানে তারা তাদের দাবির বিষয়গুলো তুলে ধরছেন। রাহিমা আক্তার নামে এক ভর্তিচ্ছু জানান, ‘‘যারা প্রাইভেট মেডিকেলে কয়েক কোটি টাকার জন্য ১,২২,৮০০ শিক্ষার্থীর জীবন নিয়ে খেলা করছে তাদের পদত্যাগ চাই।’’

এদিকে, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় ১০ হাজার ৬৬৭টি আসনে লড়ছেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। করোনা নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনেই সারাদেশে ১৯টি কেন্দ্রে এবং ১ হাজার ৭৬২টি হলে নেয়া হচ্ছে এই পরীক্ষা। রাজধানী ঢাকায় ৭৩১টি হলে ৪৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

সাইফুল মালেক আকাশ নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, ‘পুরো ঢাকা শহরকে হাসপাতাল বানালেও রোগী রাখার জায়গা হবে না’ এ কথাটা মন্ত্রী নিজে বলেছেন। অথচ আগামীকাল দেড় লাখ স্টুডেন্টের সাথে অভিভাবকদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এভাবে তিনি একের পর এক বিবেক বর্জিত সিদ্ধান্ত নিচ্ছেন। অথচ শিক্ষার্থীদের মতামতকে একবারের জন্যেও প্রাধান্য দেয়া হচ্ছে না।

Exit mobile version