কারো প্রয়োচনায় নয়, আইন ও শরীয়া সম্মত নাসিরকে বিয়ে করেছি। এই বিয়ে নিয়ে যারা সমালোচনা করছেন, দয়া করে কারো প্রয়োচনায় করবেন না। গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান নাসিরের স্ত্রী তামিমা তাম্মি। আজ বুধবার সাংবাদিক সম্মেলন করে এ আহ্বান জানান তামিমা তাম্মি।
২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। উনি (রাকিব) যা যা বলেছেন, তা একটি চক্রের ষড়যন্ত্র করে করছেন বলে দাবি তাম্মির।
তাম্মি বলেন, ‘রাকিবের সঙ্গে তালাকের জন্য ২০১৬ সালে তালাকের আবেদন করি এবং ২০১৭ সালে সেই তালাক সম্পন্ন হয়েছে। ফেসবুকে আমার নামে কিছু অ্যাকাউন্ট থেকে নানারকম বার্তা ছড়াচ্ছে। সত্য হলো আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এমনকী নাসিরেরও এখন ফেসবুক অ্যাকাউন্ট নেই। ওর একটি পেইজ আছে।’
নাসিরের স্ত্রী তামিমা জানিয়েছেন, রাকিব হাসান যা বলছেন সবই মিথ্যা। অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে বলেও দাবি করেছেন তামিমা। রাকিব হাসানের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমাদের একটা মেয়েও আছে। এসব সত্য। কিন্তু আমি তাকে ২০১৬ সালেই ডিভোর্স দিয়েছি।