করোনার আঘাতে ঋণের সুনামিতে প্লাবিত হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। এ পরিমাণ দাঁড়াতে পারে ২৭৭ ট্রিলিয়ন ডলার। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য দিয়েছে ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ফিন্যান্স আইআইএফ।
সংস্থাটি বলছে, করোনা মহামারির ধাক্কা সামাল দিতে সরকার আর কোম্পানিগুলো কোটি কোটি ডলার খরচ করছে। সেপ্টেম্বরেই বিশ্বে মোট ঋণের পরিমাণ ছিলো ২শ’ ৭২ ট্রিলিয়ন ডলার। বছরের তৃতীয় প্রান্তিকে উন্নত দেশগুলোর ঋণ মোট জিডিপি প্রবৃদ্ধির ৪শ’ ৩২ শতাংশ বেড়েছে, ২০১৯ সালে বেড়েছিল মাত্র ৫০ শতাংশ।
এরমধ্যে যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় প্রণোদনা পরিকল্পনা নেয়ার পর সর্বোচ্চ বেড়েছে এ দেশের ঋণ। বর্তমানে দেশটির মোট ঋণ ৮০ ট্রিলিয়ন ২০১৯ সালে তা ছিল ৭১ ট্রিলিয়ন। একই সময়ে ইউরোজোনের মোট ঋণ ৫৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে এ পরিমাণ ২০১৪ সালের মন্দায় হওয়া ৫৫ ট্রিলিয়ন ডলারের ঋণের চেয়ে কম।
আর্থিক প্রতিষ্ঠানের গবেষণা বলছে, উন্নয়নশীল দেশগুলোর ঋণ মোট জিডিপি প্রবৃদ্ধির ২৪৮ শতাংশ বেড়েছে। এরমধ্যে আর্থিক খাত বহির্ভুত ঋণ বেড়েছে লেবানন, চীন, মালয়েশিয়া আর তুরস্কের। আইআইএফ’এর সদস্য বিশ্বের ৪শ’ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।