Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

চলতি মাসেই হচ্ছে সাত কলেজের পরীক্ষা: আইকে সেলিম

সাত কলেজের পরীক্ষা

লোগো

শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক তথ্যে ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, এ মাসেই হচ্ছে সাত কলেজের পরীক্ষা।

তিনি বলেন, চলমান লকডাউন শেষ হলে ১০-১৫ দিনের একটি নোটিশ পেশ করা হবে। যার ভিত্তিতে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সকল অসমাপ্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পড়ুন: ৩৮ জনকে নিয়োগ দেবে চবি, আবেদন শেষ ৩০ জুন

আই কে সেলিম উল্লাহ বলেন, ২০১৯ সালের ২য় বর্ষ অনার্স অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন), ও ২০১৮ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ (নতুন সিলেবাস) অসমাপ্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা জুনেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মাস্টার্স ফাইনাল, অনার্স ১ম, ২য় ও ৩য় বর্ষের সকল পরীক্ষা দ্রূততম সময়ে শুরু হবে। তিনি আরো বলেন, পরীক্ষার প্রস্তুতি নিতে সাত কলেজের অধ্যক্ষরা শিগগিরই বৈঠকে বসবেন। এখন পর্যন্ত যারা ফরম পূরণ করতে পারেনি, তাদের আগামী ১০ জুন পর্যন্ত নতুন সময় দেওয়া হয়েছে।

Exit mobile version