করোনাভাইরাস সংকটের মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে সহকর্মীকে চুমু খেয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এরই জেরে পদই ছাড়তে হলো তাকে। হ্যানকক যে সহকর্মীকে চুমু খেয়েছেন সেই গিনা কোলাডঅ্যাঞ্জেলোও বিবাহিত। ব্রিটিশ মন্ত্রী ও এই সহকারী দুইজনেরই তিনটি করে সন্তানও রয়েছে।
গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরে চুমু খাওয়ার ওই ছবি তোলা হয়; যার জেরে শনিবার হ্যানকক পদত্যাগ করতে বাধ্য হন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
কোলাডঅ্যাঞ্জেলোকে হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করেছে মন্ত্রী। তিনি, তিনি মানুষকে হতাশ করেছেন।
প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা চিঠিতে হ্যানকক বলেন, এই মহামারিকালে জনগণ ব্যাপক ত্যাগ স্বীকার করেছে। তাদের প্রতি সরকারের দায়িত্ব রয়েছে। হ্যানককের পদত্যাগে দুঃখ প্রকাশ করেছেন বরিস।
দ্য সানে মন্ত্রী হ্যানককের বিতর্কিত ছবি প্রকাশের পর লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছিল।
একাধিক সংবাদ মাধ্যমে হ্যানককের ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টানার খবর প্রকাশিত হয়েছে। বিবিসি এতথ্যের সত্যতা নিশ্চিত করতে পেরেছে। ম্যাট হ্যানককের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাজিদ জাভিদ। তিনি দেশটির সাবেক অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন তার নাম জানানো হয়।
করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্যে বিধিনিষেধ আরোপ রয়েছে; তবে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি আইনি বাধ্যবাধকতার মধ্যে নেই। এমন পরিস্থিতিতে দেশজুড়ে সংক্রমণ ৪৭ লাখ ছাড়িয়েছে; মৃত্যু হয়েছে এ লাখ ২৮ হাজারের বেশি মানুষের।