কেক কেটে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্বেচ্চাসেবী সংগঠন জামালগঞ্জ একতা সংঘ। গত শুক্রবার (১৬ জুলাই) রাজধানীর কামরাঙ্গীরচরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি কামাল হোসেন, উপদেষ্টা ডা. এ এইচ সাঈদ ও সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন। তাছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বসবাসরত সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বাসিন্দাদের নিয়ে ২০১৯ সালে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরু থেকেই অসহায়-দরিদ্রদের পাশে দাড়িয়েছে সংগঠনটি। করোনাভাইরাসের শুরু থেকে আর্থিকভাবে অস্বচ্ছলদের পাশে থেকেছে জামালগঞ্জ একতা সংঘ।
এছাড়া প্রতিবছর সংগঠনটি পক্ষ থেকে প্রতিবছর বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। সংগঠনটি পরিচালকদের মধ্যে রয়েছেন- মো. মিযান মিয়া, শাহজাহান মিয়া, কাজল মিয়া, দেলুয়ার হোসেন, সাইফুল মিয়া, মামুন, রুবেল, আম্বর আলী ও শরীফ।