Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

কোল্ড ড্রিংকস ও নেশা দ্রব্য কণ্ঠের জন্য মারাত্মক ক্ষতিকর

ডা. প্রাণ গোপাল দত্ত

কোল্ড ড্রিংকস ও নেশা দ্রব্য কণ্ঠের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, কণ্ঠ অনেক শক্তিশালী ও গুরুত্বপূর্ণ, আমাদের কণ্ঠের প্রতি যত্নবান হতে হবে।

এ বিশেষজ্ঞ বলেন, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিংকস পানে ও নেশা জাতীয় দ্রব্য গ্রহণে কণ্ঠের ক্ষতি হয়। অনুষ্ঠান, সেমিনার ও আলোচনা সভা ইত্যাদি বেশি সময় ধরে চললে বক্তার কণ্ঠের ক্ষতি হয় এবং শ্রোতার মনোযোগ নষ্ট হয়।

কণ্ঠ দিয়ে আদেশ, অনুরোধ ইত্যাদি বুঝা যায়। কণ্ঠ আছে বলেই আমরা কথা বলতে পারি। কণ্ঠহীন ব্যক্তি বুজতে পারে কণ্ঠের গুরুত্ব কতটুকু। তাই কণ্ঠের যথাযথ ব্যবহার করতে হবে। কণ্ঠকে বিশ্রাম দিতে হবে।

Exit mobile version