বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া দেশের সবাই এখন আওয়ামী লীগে বলে মনে করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশিদ।
শুক্রবার রাতে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে বাংলার ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সাংসদ কাজী ফিরোজ রশিদ বলেন, দেশের বর্তমান যে অবস্থা, সেখানে আমাদের কথা বলার কিছু নেই। আমরা মনে করি, এই দেশে এখন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া আর কেউ আওমী লীগের বাইরে নেই। বাংলাদেশের ১৭ কোটি মানুষ এখন সব প্রো-আওয়ামী লীগার হয়ে গেছি।
দেশের সবাই আওয়ামী লীগে কিনা- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ধরে নেওয়া যায় যে, আমরা আওয়ামী লীগের সাথে না থাকলেও আওয়ামী লীগ যে কাজকর্ম করতেছে আমরা তাতে সন্তুষ্ট আছি, অসুবিধা কোথায়।